
মোঃ জুলহাজুল কবীর, নবাবগঞ্জ, দিনাজপুর প্রতিনিধি, চ্যানেল নিউজ : সীমাহীন দূর্নীতি, সরকারী নির্দেশনা অমান্য, অনিয়ম, স্বজনপ্রীতি, স্বেচ্ছাচারীতা ও অভিনব কায়দায় ভাগ-বাটোয়ারার মধ্য দিয়ে শেষ করা হয়েছে আমন ধানবীজ ও সার বিনামূল্যে বিতরণ কর্মসূচী। দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় প্রকৃত কৃষক নির্বাচন করে উন্নত জাতের উচ্চ ফলনশীল অধিক উন্নত জাতের আমন ধান চাষের মাধ্যমে অধিক ফসল উৎপাদনের উদ্যোগ নিয়েছিল সরকার। দুঃখ প্রকাশ করে এলাকার অনেক শ্রমজীবি পর্যায়ের কৃষক (৫বিঘার নিচে জমি আছে) জানিয়েছেন, সরকারি বীজ বিতরণে অনেক বিলম্ব হওয়ায় আমন চাষের নিয়ম ঠিক রাখতে সরকারী বীজের আশায় না থেকে ঠিক সময়েই এলাকার কৃষকরা স্থানীয় জাতের আমন বীজ বপন করে ফেলেছেন। আমন চারা প্রায় কৃষকের ৪-৬ ইঞ্চি হয়েছে। প্রকৃত কৃষকরা বীজ বপনের অনেকদিন পর উপজেলা কৃষি বিভাগ বীজ বিতরণের উদ্যোগ নেয়। এখন সরকারি বীজ কোন উপকারে আসবেনা বলেও জানিয়েছেন তারা। সরকার কৃষকের ভাগ্য বদলের সুযোগ সৃষ্টির চিন্তা করেই উন্নত জাতের উচ্চ ফলনশীল ধান বীজ বিনামূল্যে বিতরণের উদ্যোগ নেয়। কিন্তু, নবাবগঞ্জ উপজেলা কৃষি দপ্তরের উদাসীনতায় সরকারের মহৎ উদ্যোগ ভেস্তে যেতে বসেছে বলেও মন্তব্য করেছেন এলাকার অনেকে ।
উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, কৃষকদের ফলন ও আবাদ বৃদ্ধির লক্ষ্যে নবাবগঞ্জ উপজেলার ৯টি ইউনিয়নের ৩ হাজার ৬শ কৃষককে বিনামূল্যে ৫ কেজি করে আমন বীজ ও ১০ কেজি করে ডিএপি এবং ১০ কেজি করে এমওপি সার বিতরণের উদ্যোগ নেওয়া হয়। বিতরণের জন্য উন্নত জাতের উচ্চ ফলনশীল আমন ধান বীজ নির্ধারণ করা হয়। কৃষকদের মাঝে সার-বীজ বিতরণের উদ্বোধনের পর বুধবার (২৫ জুন) পর্যন্ত তিন দিনে বিতরণ সম্পন্ন করা হয়। কিন্তু এই উন্নত জাতের বীজ পাওয়ার অপেক্ষা করতে করতে ৩-৪সপ্তাহ আগে কৃষকরা স্থানীয় জাতের বীজ বপন করে ফেলেছেন। ফলে বীজ-সার অসময়ে পাওয়া কৃষকরা বিলম্বে প্রাপ্ত সরকারি বীজ নিয়ে বিপাকে পড়েছেন।
বুধবার (২৫ জুন) বীজ নিতে আসা উপজেলার দাউদপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ড সদস্য নুরনবী, উত্তর মুরাদপুর গ্রামের কৃষক দুলাল মিয়া, লাউগাড়ী গ্রামের রেহানুলসহ কৃষকরা জানান, এলাকার কৃষকরা অনেক আগেই আমন বীজ বপন করেছেন এবং চারাও বড় হয়েছে। এখন বিতরণকৃত সরকারি বীজ বপনের কোন সুযোগ নেই। কৃষকদের ফলন বৃদ্ধির লক্ষ্যে বিতরণকৃত উন্নত জাতের উচ্চ ফলনশীল বীজ মূলত: কৃষকদের কোন কাজেই আসবেনা।
উপজেলা কৃষি কর্মকর্তা তাপস কুমার রায় মুঠো ফোনে জানান, কৃষক নির্বাচন ও বিতরণ প্রক্রিয়া সম্পন্ন করতে সময় বেশি লাগায় সার-বীজ বিতরণে বিলম্ব হয়েছে। তার মতে, কৃষকরা ইচ্ছে করলে এখনও বীজ বপন করতে পারবেন।
Leave a Reply