অন্তর্বাসে লুকিয়ে সাপ পাচারের চেষ্টা : হাতেনাতে আটক

অন্তর্বাসে লুকিয়ে সাপ পাচারের চেষ্টা : হাতেনাতে আটক

চ্যানেল নিউজ ডেস্ক : অন্তর্বাসে সাপ লুকিয়ে পাচারের সময় এক শ্রীলঙ্কান নাগরিককে আটক করেছে থাইল্যান্ড ওয়াইল্ডলাইফ এনফোর্সমেন্ট নেটওয়ার্ক। অভিযুক্ত ব্যক্তি আগেও দেশটির সুয়ান্নাভুমি আন্তর্জাতিক বিমানবন্দরে আন্তর্জাতিকভাবে বিরল প্রাণী পাচারের ঘটনায় গ্রেপ্তার হয়েছিলেন।

থাইল্যান্ডের বন্যপ্রাণী অপরাধ গোয়েন্দা কেন্দ্রের পরিচালক ফোনলাভি বুচাকিয়েত বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেন।

জাতীয় উদ্ভিদ ও বন্যপ্রাণী সংরক্ষণ দপ্তরের অফিশিয়াল ফেসবুক পেজে দেওয়া পোস্টে তিনি জানান, তার দলের কাছে আগে থেকেই তথ্য ছিল যে, শ্রীলঙ্কার এক ব্যক্তি—যিনি প্রাণী পাচারের পুরোনো অভিযুক্ত—ব্যাংককে আসছেন। তার নাম ‘শেহান’।

গোপন সূত্রে তথ্য পেয়ে থাই কর্তৃপক্ষ ১ জুলাই রাত ১২টা ৬ মিনিটে ব্যাংককে পৌঁছানো শেহানের গতিবিধি নজরে রাখে। মাত্র একদিন পর ২ জুলাই তিনি ব্যাংকক ছাড়ার পরিকল্পনা করেন এবং সন্ধ্যা ৭টার দিকে সুয়ান্নাভুমি বিমানবন্দরে পৌঁছান। তিনি থাই এয়ারওয়েজে চেক-ইন করেন।

এক্স-রে যন্ত্র দিয়ে লাগেজ স্ক্যান করেও কিছু পাওয়া যায়নি। পরে শরীর তল্লাশির সময় তার অন্তর্বাসে একটি জাল ব্যাগে রাখা তিনটি পোষ্য পাইথন সাপ উদ্ধার করা হয়।

ফেসবুকে প্রকাশিত ছবিতে দেখা যায়, সাপগুলো একটি পাতলা জালে রাখা হয়েছিল, যাতে সহজেই তা লুকানো যায়।

থাই কর্তৃপক্ষ জানিয়েছে, এ ঘটনা বন্যপ্রাণী পাচার প্রতিরোধে চলমান নজরদারি ও নজরদারিরই অংশ। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং তদন্ত সম্প্রসারণ করা হচ্ছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

themesbazartvsite-01713478536