নাটোর প্রতিনিধি, চ্যানেল নিউজ : নাটোরের গুরুদাসপুরে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে আরেকটি ট্রাকের ধাক্কায় আবু সাঈদ (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন ট্রাকচালকসহ আরো দু’জন।
আজ মঙ্গলবার ভোর ৫টার দিকে গুরুদাসপুর উপজেলার কাছিকাটা টোল প্লাজা এলাকার বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আবু সাঈদ রাজশাহীর কাশিয়াডাঙ্গা এলাকার এনামুল হকের ছেলে। তিনি ট্রাকের হেলপার ছিলেন।
বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসের জানান, ভোর ৫টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে ঢাকা থেকে রডবোঝাই একটি ট্রাককে পেছন থেকে আরেকটি ট্রাক ধাক্কা দেয়। এতে পেছনের ট্রাকের হেলপার আবু সাঈদ ঘটনাস্থলেই নিহত হন।
তিনি আরো জানান, আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সূত্র : পিএনএস
Leave a Reply