জিয়া সাইবার ফোর্স ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার আহবায়ক কমিটি গঠিত

জিয়া সাইবার ফোর্স ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার আহবায়ক কমিটি গঠিত

আমীর হোসেন (আমীর), বিশেষ প্রতিনিধি, চ্যানেল নিউজ : বাংলাদেশ জাতীয়তাবাদী দল( বিএনপির) অন্যতম জনপ্রিয় অনলাইন সংগঠন, জিয়া সাইবার ফোর্স( ZCF) এর ৪১ সদস্য বিশিষ্ট ব্রাহ্মনবাড়িয়া জেলা আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।

এতে দেলোয়ার হোসেন কে আহবায়ক এবং শুভ আহমেদ কাউসার কে সদস্য সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে। জিয়া সাইবার ফোর্স এর কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান নাসিফ ওয়াহিদ ফাইজাল, প্রধান সমন্বয়ক ওয়াহিদ – উন- নবী( স্কোয়াডেন লিডার অবঃ), এবং মহাসচিব শফিকুল ইসলাম স্বাক্ষরিত ও অনুমোদিত এ আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।

উক্ত কমিটি কে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ জেলা কমিটি, এবং ৬০ দিনের মধ্যে ব্রাহ্মনবাড়িয়া জেলার সকল উপজেলা কমিটি গঠন করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। ৪১ সদস্য বিশিষ্ট ব্রাহ্মনবাড়িয়া জেলা কমিটি তে যারা দায়িত্ব পেয়েছেন, তারা হলেন মোঃ দেলোয়ার হোসেন ( আহবায়ক) , সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ সুমন খান। যুগ্ম আহবায়ক হিসেবে যারা দায়িত্ব পেয়েছেন, তারা হলেন জহিরুল ইসলাম জীবন, হুমায়ূন কবির, মোর্শেদ কামাল, মোঃ মেহেদী হাসান, কাজী ইমন আহমেদ ( হৃদয়), ওবায়দুল হক ফরছু, রবিন আহমেদ রাব্বি, সাব্বির হোসেন। শুভ আহমেদ কাউসার সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন। সদস্য হিসেবে যারা আছেন,তারা হলেন – তারেক আহমেদ বাপ্পি, শামীম ওসমান, ইকরাম খা, তন্ময় আচার্য্য, মোঃ সাইদুর রহমান, ফয়সাল খন্দকার, জে এস শাওন খান, ইয়াছিন আহমেদ রিজ্জাত, ইমরান খান হীরু, এস এম দেলোয়ার, পাবেল খন্দকার সোহান, সিয়াম সরকার, শাহীনুর রহমান, জামাল মিয়া, হাফেজ মাওলানা রাসেল মোল্লা, মেহেদী হাসান। সায়েম মুন্সি ( সদস্য, যুগ্ম আহবায়কের পদমর্যাদা য় দপ্তরের দায়িত্ব প্রাপ্ত), সদস্য হিসেবে যারা দায়িত্ব পেয়েছেন, তারা হলেন – মোঃ শরীফ উদ্দিন, আতাউর রহমান বেপারী, ইয়াছিন আরাফাত, শিপন ভুইঁয়া, নয়ন খান, আমীর হোসেন ( আমীর), আক্তার হোসেন ( বাবু), ওয়াসিম ভুইঁয়া, ফরহান হোসাইন, মোঃ রবিউল্লাহ, মোঃ আক্তার হোসাইন, আবুল কালাম, রোমান মিয়া প্রমূহ।

জিয়া সাইবার ফোর্স( ZCF) ব্রাহ্মনবাড়িয়া জেলা কমিটি তে দায়িত্ব প্রাপ্ত সবাই খুবই উচ্ছসিত। তারা দৈনিক চ্যানেল নিউজ কে বলেন, দেশ ও জাতির কল্যানে কাজ করে যাবেন। দেশ বিরুধী সকল ষড়যন্ত্র রুখে অগ্রনী ভুমিকা পালন করবে শহীদ জিয়ার অনলাইন যোদ্ধা গণ।সেই সঙ্গে তারেক রহমান ঘোষিত রাস্ট্র মেরামতের ৩১ দফা কর্মসূচী বাস্তবায়ন এবং সুফল নিয়ে অনলাইনে সরব থাকবেন বলে জানান।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

themesbazartvsite-01713478536