চ্যানেল নিউজ ডেস্ক : হানি ট্র্যাপে অপহৃত এক সরকারি কর্মকর্তাকে উদ্ধার করেছে সাভার মডেল থানা পুলিশ। এসময় নারীসহ অপহরণকারী চক্রের ৪ সদস্যকে আটক করা হয়।
শনিবার (৪ অক্টোবর) বিকেলে সাভার মডেল থানায় সংবাদ এক সম্মেলনে এসব তথ্য জানান সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহিনুর কবির।
এর আগে শুক্রবার (৩ অক্টোবর) রাতে সাভারের জামসিং এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, বাগেরহাটের চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত পরিবার পরিকল্পনা পরিদর্শক মো. মেহেদী হাসানকে কৌশলে হানি ট্র্যাপে মাধ্যমে অপহরণ করা হয়। গত বৃহস্পতিবার বিকেলে সাভারের ঢাকা-আরিচা মহাসড়কের মিনি চিড়িয়াখানার সামনে থেকে অপহরণের পর পরিবারের কাছে মুক্তিপণ হিসেবে পাঁচ লাখ টাকা দাবি করা হয়।
পরে ভিকটিমের পরিবারের পক্ষ থেকে ৯৯৯ এ কল করলে অভিযান চালায় পুলিশ। তথ্য-প্রযুক্তির সহায়তায় শুক্রবার মধ্যরাতে সাভারে জামসিং এলাকা থেকে মেহেদী হাসানকে উদ্ধার করে সাভার মডেল থানা পুলিশ ।
অতিরিক্ত পুলিশ সুপার শাহিনুর কবির বলেন, অপহরণে জড়িত আনমনা ওরফে মোহনা নামে এক নারীসহ চারজনকে গ্রেফতার করা হয়। অপহরণের কাজে ব্যবহৃত একটি লেগুনা গাড়িও জব্দ করেছে পুলিশ। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।
Leave a Reply