পালিত হচ্ছে পবিত্র লাইলাতুল কদর

পালিত হচ্ছে পবিত্র লাইলাতুল কদর

চ্যানেল নিউজ, ঢাকা :  সম্মানের রাত। দোয়া কবুল হওয়ার রাত। তাই সন্ধ্যার পরপরই ছোট-বড় সব মসজিদে নেমেছে মুসল্লিদের ঢল। শনিবার (৬ এপ্রিল) সন্ধ্যা থেকে শুরু হয় শবে কদরের আমল। প্রতিটি মসজিদে বিশেষ দোয়া করা হয় বিশ্বশান্তি, দেশ ও জাতির সমৃদ্ধি ও কল্যাণ কামনায়।

এশার, তারাবির নামাজের পর নফল নামাজ, মিলাদ, কিয়াম, জিকির, দরূদ, কোরআন তেলাওয়াত, আর মোনাজাতে মশগুল মুসল্লিরা। কোথাও কোথাও চলছে শবে কদরের তাৎপর্য, আমল, করণীয় নিয়ে বয়ানও। অনেকে প্রিয়জনদের কবর জিয়ারত করতে ছুটে যান কবরস্থানে। মসজিদের পাশাপাশি বিভিন্ন দরগাহ, মাজারেও ছিল ভক্তদের ভিড়।

ইবাদত করতে আসা মুসল্লিরা জানান, মহিমান্বিত রজনীতে বেশি মানুষের সঙ্গে মোনাজাতে হাত তুললে আল্লাহ দোয়া কবুল করবেন, এমন বিশ্বাস থেকে বড় মসজিদে এসেছি। সারা রাত নফল এবাদত করবো। তাহাজ্জুদ, কিয়ামুল লাইল, ফজরের নামাজ পড়ে ঘুমাতে যাব।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করতে ক্লিক করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

themesbazartvsite-01713478536