নবাবগঞ্জে দাউদপুর বাজার সেন্ট্রাল রোড সোনারপর্টি রাস্তার আরসিসি ঢালাই কাজ উদ্বোধন

নবাবগঞ্জে দাউদপুর বাজার সেন্ট্রাল রোড সোনারপর্টি রাস্তার আরসিসি ঢালাই কাজ উদ্বোধন

মোঃ জুলহাজুল কবীর নবাবগঞ্জ প্রতিনিধি, চ্যানেল নিউজ : দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার দাউদপুর বাজার সেন্ট্রাল রোড সোনারপর্টি রাস্তা(৬০মিটার) আরসিসি ঢালাইয়ের কাজ উদ্বোধন করেন, ডাঃ এজেডএম জাহিদ হোসেনের পক্ষে দিনাজপুর জেলা  বিএনপির সহ-সভাপতি ও নবাবগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ তরিকুল ইসলাম, নবাবগঞ্জ উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ বেলায়েত হোসেন এবং ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ খাইরুল ইসলাম।
মোঃ তরিকুল ইসলাম বলেছেন, নবাবগঞ্জের কোনো হাট-বাজারের রাস্তা  জনগণের চলাচলে অসুবিধা, কাদা-পানি এবং জন-দূর্ভোগের কারণ যেন না হয়।  বাজারে আসা ক্রেতা-বিক্রেতা কোনো ভাবেই যেন ভোগান্তির শিকার না হয় সেই চিন্তা করেই বাজারের এই রাস্তা আরসিসি ঢালাইয়ের মাধ্যমে উন্নয়ন করা হচ্ছে ।
ইউনিয়ন সাংগঠনিক সম্পাদক মোঃ খাইরুল ইসলাম বলেন, দীর্ঘদিন ধরে বাজারের এই রাস্তা অবহেলিত ছিল । ডাঃ এজেডএম জাহিদ হোসেনের দিকনির্দেশনায় আজ আমরা এই রাস্তা আরসিসি ঢালাইয়ের রাস্তা পেলাম।
উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ বেলায়েত হোসেন বলেন,  আমরা এবং আমাদের পরবর্তী প্রজন্ম যেন ডাঃ এজেডএম জাহিদ হোসেনের জন্য দোয়া করে। কারণ, তাঁর দিকনির্দেশনায় উন্নয়নমূলক কাজগুলো হচ্ছে ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

themesbazartvsite-01713478536