লন্ডনে ড. ইউনূসের সঙ্গে কী কথা হয়েছিল জানালেন তারেক রহমান

লন্ডনে ড. ইউনূসের সঙ্গে কী কথা হয়েছিল জানালেন তারেক রহমান

চ্যানেল নিউজ ডেস্ক : চলতি বছরের জুনের মাঝামাঝিতে লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সাক্ষাৎ হয়। সেখানে তারা বিভিন্ন বিষয়ে দীর্ঘ সময় কথা বলেন। তাদের মধ্যে কী আলোচনা হয়েছে, সেই বিষয়ে পূর্ণাঙ্গ কোনো চিত্র গণমাধ্যমে আসেনি। তবে, বিবিসি বাংলাকে দেওয়া এক ভার্চুয়াল সাক্ষাৎকারে বিষয়টি নিয়ে কথা বলেছেন তারেক রহমান।

মঙ্গলবার (৭ অক্টোবর) সকালে বিবিসি বাংলা সাক্ষাৎকারের দ্বিতীয় পর্ব প্রকাশ করা হয়।

সাক্ষাৎকারে লন্ডনে ড. ইউনূসের সঙ্গে বৈঠকের বিষয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, উনি অত্যন্ত একজন সনামধন্য মানুষ। অত্যন্ত বিজ্ঞ মানুষ উনি। তার সঙ্গে সৌজন্যমূলক কথাবার্তা হয়েছে। উনি আমাকে জিজ্ঞেস করেছিলেন, জনগণ যদি আপনাদের সুযোগ দেয় তাহলে কী কী পদক্ষেপ গ্রহণ করবেন দেশের জন্য, দেশের মানুষের জন্য—এই বিষয়গুলো আলোচনা হয়েছে।

এ ছাড়া আমার কিছু চিন্তাভাবনা দেশের মানুষকে নিয়ে, দেশের জনগণকে নিয়ে, দেশকে নিয়ে আমরা যদি সুযোগ পাই, জনগণ আমাদেরকে যদি সেই সুযোগ দেন, তাহলে আমরা কি কি বিষয়ে কি কি পদক্ষেপ গ্রহণ করবো, সেই বিষয়গুলো নিয়ে কিছু কিছু আলোচনা হয়েছে বলেও জানান তারেক রহমান।

অন্তর্বর্তী সরকারের সঙ্গে সম্পর্কের বিষয়ে তিনি বলেন, আমরা প্রথম থেকেই বলে আসছি— আমরা চাই অন্তর্বর্তীকালীন সরকার সফল হোক। অর্থাৎ, অনেক বিষয়ে কাজ করার সুযোগ আছে। যদি মূল দুটি বিষয়কে ধরা হয়, তবে একদিকে কিছু প্রয়োজনীয় সংস্কারের বিষয় রয়েছে, অন্যদিকে রয়েছে প্রত্যাশিত সুষ্ঠু, নিরপেক্ষ ও স্বাধীন নির্বাচনের আয়োজন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

themesbazartvsite-01713478536