
খন্দকার নাছিম : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ব্রাহ্মণবাড়িয়া-৩ ব্রাহ্মণবাড়িয়া সদর ও বিজয়নগর আসনে সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক মোঃ জোনায়েদ হাসান এর উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়া পৌর মুক্তমঞ্চে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

উক্ত ফ্রি মেডিকেল ক্যাম্পটি উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ডাঃ মোঃ নোমান মিয়া। সহযোগীতায় ন্যাশনাল ডক্টরস ফোরাম ব্রাহ্মণবাড়িয়া। চিকিৎসা প্রদানকারী ডাক্তারগণ হলেন ডঃ এম এ হানিফ, ডাঃ ফরিদ উদ্দিন আহমেদ ডাঃ শফিরুল ইসলাম, ডাঃ জেরিন, ডাঃ তৈয়বর রহমান, ডাঃ মোঃ আশেম, ডাঃ শাহরিয়ার মোঃ ইমন, ডেন্টিস্ট জোবায়ের ও জামায়াত নেতৃবৃন্দ কাজী ইয়াকুব আলী, মাওলানা হেলাল উদ্দিন ভূইয়া, হাফেজ কাওছার, মাহবুবুর রহমান নিপু ও অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ।
উক্ত ক্যাম্পে বিনামূল্যে চিকিৎসা এবং ঔষধ বিতরণ করা হয়। ফ্রিতে ডায়াবেটিস পরীক্ষা করা হয়।
Leave a Reply