বাঁচা-মরার ম্যাচে টস জিতে বোলিংয়ে পাকিস্তান

বাঁচা-মরার ম্যাচে টস জিতে বোলিংয়ে পাকিস্তান

চ্যানেল নিউজ স্পোর্টস ডেস্ক : এশিয়া কাপের ১৭তম আসরের সুপার ফোরের গুরুত্বপূর্ণ ম্যাচে আজ (বুধবার) মুখোমুখি হচ্ছে পাকিস্তান ও শ্রীলঙ্কা। দুই দলের জন্যই ম্যাচটি বাঁচা-মরার লড়াই। যে দল হারবে, তাদের টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হয়ে যাবে। আর যারা জিতবে, তাদের সামনে থাকবে ফাইনাল খেলার সুযোগ। এমন সমীকরণের ম্যাচে টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তান অধিনায়ক সালমান আগা।

এর আগে সুপার ফোরের প্রথম ম্যাচে বাংলাদেশের বিপক্ষে হেরে গিয়েছিল শ্রীলঙ্কা। আর দ্বিতীয় ম্যাচে ভারতের কাছে পরাজিত হয় পাকিস্তান। ফলে দুই দলই এখন পয়েন্ট তালিকার তলানিতে রয়েছে। তাই ফাইনালের আশা বাঁচিয়ে রাখতে হলে আজকের ম্যাচে জয় পেতেই হবে।

আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে এই গুরুত্বপূর্ণ ম্যাচটি।

শ্রীলঙ্কা একাদশ : পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস (উইকেটরক্ষক), কুশল পেরেরা, চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), দাসুন শানাকা, কামিন্দু মেন্ডিস, চামিকা করুণারত্নে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মাহেশ থিকশানা, দুষ্মন্ত চামিরা ও নুয়ান থুসারা।

পাকিস্তান একাদশ : সাইম আইয়ুব, শাহিবজাদা ফারহান, ফখর জামান, সালমান আলি আগা (অধিনায়ক), হোসেন তালাত, মোহাম্মদ হারিস (উইকেটরক্ষক), মোহাম্মদ নওয়াজ, ফাহিম আশরাফ, শাহীন শাহ আফ্রিদি, হারিস রউফ ও আবরার আহমেদ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

themesbazartvsite-01713478536